সরকারের এ মেয়াদেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে বাংলাদেশ বেতারের হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশকে ডিজিটাল হিসেবে গড়ে তুলছি। এজন্য নিজস্ব স্যাটেলাইট একান্ত প্রয়োজন।
এসময় তিনি একাত্তরের স্বাধীনতায় বাংলাদেশ বেতারের ভূমিকার কথা স্মরণ করে বলেন, বাংলাদেশ বেতার যেভাবে দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ধরে রেখেছে এজন্য বেতারের সকল কলা কৌশলীদের আমি ধন্যবাদ জানাই। এসময় বেতারের শিল্পীদের সম্মানির হার বাড়ানো এবং তাদের পেনশনের ব্যবস্থাও করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।