মাগুরায় ঐক্যফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

Slider জাতীয়

মাগুরা-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী নানা অভিযোগে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আজ বুধবার (১৯ ডিসেম্বর) সাংবাদিক সম্মেলন করেছেন।

এতে লিখিত বক্তব্যে নিতাই রায় অভিযোগ করেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী বীরেন শিকদারের নেতাকর্মীরা মহম্মদপুরের পলাশ বাড়িয়া, বিনোদপুর, বনগ্রামসহ অন্তত ১০টি এলাকায় তাদের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে।

এছাড়া পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকায় গিয়ে বিএনপি ও জোটের নেতাকর্মী-সমর্থকদের হুমকি দিয়ে এলাকা ছাড়া করারও অভিযোগ করেছেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ শালিখার সীমাখালীতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে নিজেরাই হামলা করে, বোমা ফাটিয়ে শালিখা উপজেলা বিএনপি সম্পাদক মিল্টন মুন্সীসহ ৬৫ জনের নামে মামলা দিয়েছে। একই ধরনের মিথ্যা মামলা দিয়েছে মহম্মদপুর উপজেলাসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীদের নামে।

বিষয়টি তিনি লিখিতভাবে জেলা রিটার্নিং অফিসারকে জানিয়ে প্রতিকার চেয়েছেন ও অবাধ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট রোকনুজ্জামান, মহম্মদপুর উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম আযম সাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *