সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে গণংযোগ করেছেন জেলা জজ আদলতে কর্মরত আইজীবীরা।
বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় প্রবীণ আইনজীবীদের নেতৃত্বে একটি দল আদলত এলাকা থেকে লাঙ্গলের পক্ষে গণসংযোগ শুরু করেন।
পরে মিছিল নিয়ে শহরে এসে জনবহুল এলকায় গণসংযোগ করে লাঙ্গলের পক্ষে ভোট চান তারা।
আইনজীবীদের এই প্রচারণায় শহরে ব্যাপক সাড়া পড়ে। আগামী ৩০ ডিসেম্বর লাঙ্গলে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাধারণ ভোটাররা।
গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন, অ্যাড. রইছ উদ্দিন আহমদ, বর্তমান পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাইরুল কবির রুমেন, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম, অ্যাড. চাঁন মিয়া, অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. রাধাকান্ত সূত্রধর, অ্যাড. বশির উদ্দিন, অ্যাড. রজত কান্তি দে, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম শেফু, অ্যাড. শুক্কুর আলী, অ্যাড. অ্যাড. আব্দুল হামিদ, ছায়াদুর রহমান তালুকদার, অ্যাড. জুলহাস উদ্দিন, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. আজাদুল ইসলাম রতন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু, অ্যাড. অঞ্জন ভৌমিক, অ্যাড. গৌরাঙ্গ, অ্যাড. অশক গোস্বামী, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. দেবাংশু তালুকদার, অ্যাড. আব্দুল ওদুদ, অ্যাড. অ্যাড. আব্দুল খালিক, জিয়াউর রহমান পীর প্রমুখ।
আইনজীবীরা বলেন, সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট থেকে লাঙ্গল প্রতীকে পীর ফজলুর রহমান মিসবাহকে মনোনয়ন দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আইনজীবীসহ স্বাধীনতার স্বপক্ষের সকল শ্রেণিপেশার মানুষের মাঝে এ নিয়ে কোনো বিভেদ নেই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে পীর মিসবাহকে বিজয়ী করাতে সবাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ ব্যাপারে আইনজীবীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এদিকে সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক নারীদের উপস্থিতিতে প্রতিদিন সমাবেশ হচ্ছে।
তারই অংশ হিসেবে বুধবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বাজারে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের নেতৃত্বে বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া নারীরা পীর মিসবাহকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।