কঙ্গোতে ফেরি ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১২৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির লেইক টাঙ্গানিকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পরিবহণ মন্ত্রী লরেন্ট সাম্বা কাহোঝি বলেন, নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।
বিবিসির খবরে বলা হয়, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ ধরনের দুর্ঘটনার ঘটনা কঙ্গোতে প্রায়ই ঘটে থাকে।
কঙ্গোর কাটাঙ্গা রাজ্যের ওই ঘটনায় স্থানীয় কর্মকর্তারা বলছেন, বায়ুর চাপ ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এমভি মুটাম্বালা ডুবে যায়। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এ পর্যন্ত ২৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়ছে।