সাভার আশুলিয়ায় বাস চাপায় পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক মো. শাহ আলম নিহত হয়েছেন। শুভেচ্ছা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে তার মরদেহ দেখতে যান। নিহত শাহ আলম টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকার মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। প্রায় দুই বছর ধরে আশুলিয়ায় পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কর্মরত ছিলেন। তিনি পরিবারসহ আশুলিয়ার কুরগাঁওয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, দুপুরে পেশাগত কাজে মোটরসাইকেল করে আশুলিয়ার বাইপাইল থেকে জিরানী যাওয়া পথে দ্রুতগামী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু বলেন, শুভেচ্ছা পরিবহন পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনায় পরিবহন চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।