গাজীপুর: মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার গাজীপুর জেলার সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্পণ, দেয়াল পত্রিকা প্রকাশ, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি দল ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। অন্যদিকে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোসাইটির রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী ও বাংলা চলচ্চিত্র উপভোগ করে।
এরপর সোসাইটির সদস্য সচিব সিরাজুল হকের সভাপতিত্বে ও কচি-কাঁচা একাডেমির সহকারী শিক্ষক কণা রাণী দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক গৌতম সরকার ও কচি-কাঁচা একাডেমির সহকারী শিক্ষক লাভলী আক্তার এবং শিক্ষার্থীদের মধ্য থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহমুদুর রেজা মিশু ও নবম শ্রেণির শিক্ষার্থী আল রাব্বি খান বিপ্লব। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের উপরে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় ৬টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয় শিক্ষার্থীরা।
এছাড়াও একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা তাহসিনের সম্পাদনায় ‘স্মৃতিময় ৭১’ নামে একটি দেয়াল পত্রিকা প্রকাশিত হয়।