উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে কোনো সংবাদ বা বিজ্ঞপ্তি ব্যতিরেকে আকস্মিক পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ.কে.এম. নাহিদুল ইসলাম।
শনিবার (১৫ ডিসেম্বর) রাত ৯টায় নড়াইল পরির্দশনে আসেন তিনি। পরিদর্শনে এসে সর্বপ্রথম নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে গেলে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল), নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, লোহাগড়া, কালিয়া, নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিবির ওসি, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ব্যতিরেকে সুষ্ঠু নির্বাচনে পুলিশকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। এক্ষেত্রে কর্তব্যে অবহেলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোটকথা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকল্পে পুলিশের যা কিছু করণীয় সবকিছুই করতে হবে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় পুলিশ সুপারকে সাধুবাদও জানান। সেই সাথে মাদক ব্যবসায়ীদের সাথে কোনো পুলিশ কর্মকর্তা সখ্যতা গড়ে তুললে সাথে সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।