ঢাকা: দেশের সমুদ্রবন্দগুলোকে ১ নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আর আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপটি কেটে গেলেই শীত জেঁকে বসতে পারে। ডিসেম্বর মাসের পূর্বাভাসেও বলা হয়েছে, মাসের শেষার্ধে উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস)/মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। ওই সময় শৈত্যপ্রবাহের মধ্যেই সবাইকে যেতে হবে ভোটকেন্দ্রে।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, চলমান নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বারণ করা হয়েছে। আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।