কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন, তিনি তার ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন। সত্যিই তাই, ঈশ্বর এই তারকাকে দু’হাত ভরেই দিচ্ছেন। একের পর এক রেকর্ডের মালিক যেমন হচ্ছেন তেমনি হাতেও উঠছে বিভিন্ন পর্যায় থেকে পুরস্কার।
এবার পর্তুগিজ এ উইঙ্গারের হাতে উঠলো বিবিসির সেরা ব্যক্তিত্যের অ্যাওয়ার্ড ‘বিবিসি ওভারসিস পারসোনালিটি অব দ্যা ইয়ার’।
রোববার সন্ধ্যায় গ্লাসগোর স্কটিস স্পোর্টের আয়োজনে মরোক্কোতে গতবারের ব্যালন ডি’অর জয়ীকে এই পুরস্কার দেয়া হয়। এর আগে রিয়াল ক্লাব বিশ্বকাপ খেলতে মরোক্কোতে পৌঁছায়।
এদিকে অ্যাওয়ার্ডটি আনুষ্ঠানিকভাবে রোনালদোর হাতে তুলে দেন তারই ক্লাব সতীর্থ ওয়েলস তারকা গ্যারেথ বেল।
রোনালদো এ বছর ১৭৮ খেলায় ২০০টি গোল করার মাইলফলক স্পর্শ করেছেন। এছাড়া তার ঝুলিতে আছে লা লিগার রেকর্ড ২৩টি হ্যাটট্রিক।