মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেমন রিমি বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছে।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি সকাল থেকে উপজেলার ঘাগটিয়া ও সন্মানিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথ সভা করেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রার্থী রিমির স্বামী মোস্তাক আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা মহিলা লীগের সভাপতি রওশন আরা সরকার, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক শিখা আক্তার প্রমূখ।