দীর্ঘ ছয় বছর বিএনপি-জামায়াত অনেক হুমকি ধমকি ও হাকডাক দিচ্ছে। কিন্তু তারা কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবির হাট উপজেলার কয়েকটি এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে দুস্থ্য ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা স্বার্বভোমত্ব সংকটে নেই। সংকটে আছে কেবল বিএনপি নামক একটি দল।
এ সময় সেতুমন্ত্রী বিএনপি-জামায়াত জোট আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে ২১ আগষ্ট গ্রেনেট হামলার কথা উল্লেখ করে বলেন, ২২ জনের রক্তে ভিজে গেছে গোটা বঙ্গবন্ধু এভিনিউ। সেটা আজকের খুম-খুনের চেয়েও ভয়াভহ ছিলো। তিনি আরো বলেন, তাদের আমলে আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এম এস কিবরিয়া, আহসান উল্লাহ মাষ্টারের মত লোকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের আন্দোলনের ডাকে এখন আর নেতা-কর্মীরা ঘর থেকে বের হয় না। মরা গাঙ্গে জোয়ার আসে না।
এ ছাড়াও তিনি মহান বিজয় দিবসকে সামনে রেখে মুক্তিযুদ্বের চেতনায় শেখ হাসিনার ঘোষিত রুপকল্প-২০২১ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।