সুন্দরবনের শ্যালো নদী থেকে তেল অপসারণ ও নৌমন্ত্রী শাহজাহান খানকে ব্যর্থতার দায়ভার বহন করে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে প্রতিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের নেতা দীপুর সাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহিদ সুজন এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড, গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিনহাজুল হক নাদিম, আওলাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালো নদীতে তেলবাহী জাহাজ ডুবির ঘটনায় দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়ায় তেল প্রায় ২৫০ কিলোমিটার জায়গায় ছড়িয়ে পড়েছে। সেখানকার জন-জীবন এখন হুমকির মুখে। পরিবেশবিদরা বার বার নৌমন্ত্রী ও বনবিভাগে জানানোর পরও গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো সরকারের মন্ত্রী-এমপিরা হাস্যকর বক্তব্য প্রদান করে যাচ্ছেন।
অবিলম্বে তেল অপসারণ এবং ব্যর্থতার দায়ে নৌ-মন্ত্রী শাহ্জাহান খানের পদত্যাগ দাবি করেন তারা।