রাতুল মন্ডল, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার সাংবাদিকদের নিয়ে কালিয়াকৈর থানার ওসি তদন্ত খান মো.আবুল কাশেমের কটুক্তির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে মাববন্ধন করেছে শ্রীপুরের সাংবাদিকেরা।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ‘‘শ্রীপুরে কর্মরত সাংবাদিক সমাজ’’ ব্যানারে পৌর শহরের মাওনা চৌরাস্তা উঁড়াল সেতুর নিচে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেন।
শ্রীপুর প্রেসক্লাবের সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে ও আরিফুল ইসলাম খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, আলোকিত সময়ের এসএম সোহেল রানা, ভোরের পাতার বায়েজিদ আকন্দ, দেশকালের রাতুল মন্ডল, বাংলা টিভির সৌরভ শিকার, আনন্দ টিভির আদনান মামুন, খবরপত্রের মোশারফ হোসাইন তযু, আরটিভির রাজিবুল হাসান, এশিয়ান টিভির মাহমুদুল হাসান, নওরোজের ইমরান হাসান, কলকাতা টিভির মাহফুজুর রহমান ইকবাল, জেটিভির বেলায়েত শেখ প্রমূখ।
মানববন্ধন চলাকালে মাওনা হাইওয়ে থানার ওসি মো.দেলোয়ার হুসেন গাজীপুর জেলা পুলিশের এসপি শামসুন্নাহার পিপিএমের বরাতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিয়ে সাংবাদিকদের তাঁদের কর্মসূচি স্থগিতের অনুরোধ করেন।
এসময় বক্তরা বলেন, সাংবাদিক সমাজ অসহায় নিপীড়িত সাধারণ মানুষের কথা তুলে ধরে পুরো জাতীর সামনে। দেশের উন্নয়ন চিত্রও পুরো বিশ্ব পরিমন্ডলে তুলে ধরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সেখানে সাংবাদিকদের নিয়ে ওসি (তদন্ত) আবুল কাশেমের এমন ন্যাক্কারজনক কটুক্তি সত্যিই পুরো সাংবাদিক সমাজকে হতাশ করেছে। তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আবুল কাশেম তার বক্তব্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহার করে সাংবাদিক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং তাকে গাজীপুর জেলা পুলিশ থেকে প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় আরো কঠোর থেকে কঠোর তম আন্দোলন কর্মসূচির ডাক দিবে বলেও জানান বক্তরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ সমাচারের তাজুল ইসলাম সানি, প্রাইমের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল আজিজ, বর্তমানের আব্দুল আল মামুন, খোলা কাগজের সোলায়মান মোহাম্মদ, আনন্দ টিভির মেজবা উদ্দিন, সাংবাদিক মেহেদী হাসান লিটন, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, শেখ জসিম উদ্দিন, জহিরুল ইসলামসহ শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক বৃন্দ।