হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ভাশুরের (স্বামীর বড় ভাই) বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগ তুলেছেন জেসমিন আক্তার নামে এক গৃহবুধ।
এ ঘটনায় বুধবার ভাশুরসহ দুইজনকে আসামী করে থানায় একটি অভিযোগ করেছেন ওই গৃহবুধ। গত সোমবার রাতে এমন ঘটনাটি ঘটেছে হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি গ্রামে। গৃহবুধ জেসমিন আক্তার ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে ও স্থানীদের সাথে কথা বলে জানা যায়, ওই এলাকার আব্দুল আজিজের দুই পুত্র লতিফুল ইসলাম ও আরিফুল ইসলামের মধ্যে বেশ কিছু দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক বার গ্রাম্য সালিশও হয়েছে।
আরিফুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তারের অভিযোগ এ ঘটনার জের ধরে সোমবার রাতে তার ভাশুর লতিফুল ইসলাম ও তার শালক আলিমুল হক তাকে হত্যার উদ্দ্যেশে এসিড নিক্ষেপ করেন। এতে তার দুই হাত পুড়ে যায়।
এ ঘটনায় তিনি বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দিয়েছেন।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।