ফ্যাক্টরি থেকে ট্যাঙ্কে করে নিয়ে যাওয়া হচ্ছিল চকলেট। কিন্তু হঠাৎ ট্যাঙ্ক থেকে রাস্তায় পড়ে যায় প্রায় এক টন চকলেট।
এতে বন্ধ হয়ে যায় জার্মানির স্থানীয় একটি রাস্তা।
এদিকে পড়ে যাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই চকলেট গলে যায়। ফলে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। সোমবার দেশটির পশ্চিম অঞ্চলের একটি শহরের কাছে এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাস্তা পরিষ্কারের কাজে লেগে যায়। কারখানার কর্মীরাও তাদের সাহায্য করে। চকলেট পড়ে গিয়ে প্রায় দশ স্কয়ার মিটার রাস্তায় ছড়িয়ে যায়। প্রায় ২৫ জন ফায়ার ব্রিগেড কর্মী রাস্তায় গরম পানি ঢেলে তা পরিষ্কার করে।