গাজীপুর: গাজীপুর জেলার কালিগঞ্জে কথা কাটাকাটির জের ধরে নৌকা প্রতীকের কর্মীদের আক্রমনে ধানের শীষের ৩ কর্মী আহত হয়েছেন।
তারা হলেন বোরহান উদ্দিন, ফজলুল হক নয়ন ও মমতাজ বেগম। তাদের মধ্যে বোরহান উদ্দিন বর্তমানে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আহতরা সকলেই স্থানীয় লোক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াপাড়া মার্কেটে বোরহান উদ্দিন ধানের শীষের পক্ষে ভোট চাইতে ছিলেন। এ সময় নৌকার কর্মীরা হামলা করে বোরহান উদ্দিনকে স্টিলের রোল ও লম্বা রড দিয়ে আঘাত করে জখম করে। বোরহান উদ্দিনের আর্তচিৎকারে তার স্ত্রী মমতাজ বেগম ও ধানের শীষের কর্মী ফজলুল হক নয়ন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।
ঘটনার পর এলাকাবাসীর সহয়োগিতায় তিন জনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। কিন্তু তিন জনের মধ্যে বোরহান উদ্দিনকে গুরুতর অবস্থায় শহীদ তাজ উদ্দীন মেডিকেলে আনা হয়।
আহত মমতাজ বেগমের অভিযোগ, স্থানীয় নৌকার সমর্থক কয়েক কর্মী, তাকে ও তার স্বামীসহ তিন জনকে আহত করে।