গ্রাম বাংলা ডেস্ক: বাজেট বাস্তবায়ন করতে হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, দেশে সুশাসন আছে কি না, আপনারাই বুঝে নিন। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রওশন এরশাদ বলেন, আমাদের চাহিদাগুলো জাতীয় সংসদে তুলে ধরবো। আমাদের চাহিদা মানে তো জনগণের চাহিদা। সরকারকে সহযোগিতা করলে আবার বলা হয়, দেশে বিরোধীদলের ভূমিকা নেই- এমন মন্তব্য করে রওশন এরশাদ বলেন, “আমরা পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু সমালোচকরা এটা মেনে নিতে পারেন না। কারণ এর আগে তারা এ ধরনের আদর্শ বিরোধী দল দেখেনি।
২০১৪-১৫ অর্থবছরের বাজেটকে ভালো দাবি করে তিনি বলেন, “বাজেট বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা থাকবে। তবে দেশে সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে ঘোষিত বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য ফখরুল ইমাম, রওশন আরা মান্নান, হাজী ইলিয়াস প্রমুখ।