ঢাকা: আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।
আজ বুধবার দুপুর সোয়া দুইটায় শেখ হাসিনার গাড়িবহর টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পৌঁছায়।
টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি। শেখ হাসিনার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা।
আজ সকাল ৮টা ২২ মিনিটে গণভবন থেকে গাড়িবহন নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। আজ সেখান থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী।
দুপুর আড়াইটায় শেখ হাসিনা নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।
নির্বাচনী সংযোগ শেষে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে সড়কপথে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা। ফেরার পথে বেশ কয়েকটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।