সিলেটে পৌঁছেন ড.কামাল। আনুষ্ঠানিক প্রচারণা শুরু ঐক্যফ্রন্টের

Slider সিলেট


ঢাকা:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করার আগে হজরত শাহজালাল (রহ.), শাহ পরান (রহ.) ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত করতে পূণ্যভূমি সিলেট পৌঁছেছেন ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

মাজার জিয়ারতের মাধ্যমে আজ থেকেই ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচারে নামবেন তারা।

বুধবার দুপুর সাড়ে ১ টায় তারা সিলেট পৌঁছেন। তার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন তারা।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সকালে তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, জেএসডির সভাপতি আসম আবদুর রব, ডা. জাফরুল্লাহ চৌধুরী সিলেট যাচ্ছেন।

তিনি আরও জানান, সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন তারা।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।

এদিকে, সিলেটে আজ ঐক্যফ্রন্টের জনসভা করার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে মাজার জিয়ারত শেষে তারা ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *