ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে তিনি নৌকা প্রতিকের পক্ষে প্রচারণা শুরু করবেন। এ উপলক্ষ্যে ইতিমধ্যে ঢাকা থেকে ট্রঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে ঢাকার গণভবন থেকে রওনা হয় শেখ হাসিনার গাড়িবহর। সড়কপথে ঢাকা থেকে গোপালগঞ্জে গিয়ে ফেরার পথে বুধ ও বৃহস্পতিবার প্রায় একডজন জনসভা ও পথসভায় তার বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।
ফরিদপুরের ভাঙ্গার মোড়, ফরিদপুরের মোড়, রাজবাড়ী রাস্তার মোড় (রাজবাড়ী জেলা), পাটুরিয়ার আরোয়া ইউনিয়ন, মানিকগঞ্জ পৌরসভা, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ (ধামরাই) ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত দলীয় জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
শেখ হাসিনার সফরসূচি থেকে জানা যায়, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করবেন তিনি। এরপর দুপুর ৩টায় কোটালীপাড়ায় স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
রাতে টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে অবস্থান করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার পথে রওনা দেবেন শেখ হাসিনা।