রাবি শিক্ষিকার কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক

শিক্ষা

image_157551.graptarরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার কাছে চাঁদা দাবি ও অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে র‌্যাব-৫, রাজশাহীর সদস্যরা এক যুবককে আটক করেছেন। আটককৃত যুবকের নাম আমজাদ হোসেন রাসেল (২৫)। রাসেল নেত্রকোনার বরাহাটা থানার তেলকুড়ি গ্রামের ছৈহদুল হকের ছেলে।

সোমবার দুপুরে বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার গভীর রাতে রাসেলকে রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাসেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের অধীনে কাজ করতো। এক সময় পেশাগত কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এরপর রাসেল প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের স্ত্রীকে (তিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা) অশ্লীল ছবি সম্বলিত পার্সেল পাঠায়। এছাড়া মোবাইল ফোনে ফোন করে গালিগালাজ করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাসেল এরপরে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে ই-মেইল আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করে, যাতে অশ্লীল ছবি আপলোড করা ছিল। সে ওই অশ্লীল ছবি এডিট করে ওই শিক্ষিকাকে সামাজিক মর্যাদাহানির হুমকি দেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনার প্রেক্ষিতে ওই শিক্ষিকা প্রথমে মতিহার থানায় একটি জিডি করেন এবং র‌্যাব-৫, রাজশাহীর কাছে অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর র‌্যাব সদস্যরা রাসেলকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট এবং অশ্লীল ছবিসহ একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *