আম্বানী কন্যার প্রাক বিয়েতে কত টাকা নিলেন বেয়ন্সে?

Slider বিচিত্র

ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ীর বিয়ে যে রাজকীয় কায়দায় হবে, তা বলাই বাহুল্য। কিন্তু একজন শিল্পীকে আনতেই যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তা শুনলে চমকে যাবেন আপনিও।

উদয়পুরে ইশা আম্বানীর প্রাক বিয়েতে বলিউডের প্রথম সারীর তারকারা তো আছেনই, পাশাপাশি আম্বানী কন্যার বিয়েতে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন সচিব হিলারি ক্লিন্টন। তবে প্রাক-বিয়ের আসরের সবথেকে বড় আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক গায়িকা বেয়ন্সে।

গানের সঙ্গে শরীরী লাস্যে আগুন ধরিয়েছেন তিনি। জানা গেছে, বেয়ন্সেকে আনতে অম্বানীর মোট ২১-২৮ কোটি টাকা খরচ হয়েছে। প্রসঙ্গত, প্রাক বিয়ে র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১২ ডিসেম্বর) মুম্বাইয়ে নিজেদের বিলাসবহুল বাড়ি ‘আনতিলিয়া’তে আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ইশা আম্বানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *