মেসার্স ওয়েস্টমন্ট পাওয়ার (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম ফারুক ও রূপালী ব্যাংকের এমডি এম ফরিদ উদ্দিনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৭৯ কোটি টাকা আত্মসাৎ ও তা বিদেশে পাচারের অভিযোগ তদন্তে তাদের তলব করা হয়েছে।
সোমবার রাজধানীর দুদকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী এ নোটিশ করেছেন।
নোটিশে তাদেরকে আগামী ২২ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যলয়ে হাজির থাকতে বলা হয়েছে। দুদক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, এক এগারোর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ কোটি টাকা চাঁদাবাজির মামলা করেছিলেন কাজী তাজুল ইসলাম ফারুক।
অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, ২০০২ সালে মেশিনারি আমদানির নামে ওয়েস্টমন্ট পাওয়ার (বাংলাদেশ) লিমিটেড জনতা ব্যাংক থেকে ১২ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার (৭৮ কোটি ৯৯ লাখ টাকা) ঋণ নেয় এবং তা ফেরত না দিয়ে আত্মসাৎ করে। পরবর্তী সময়ে অবৈধভাবে তা বিদেশে পাচার করে। ঘটনাকালীন সময় এমডি ফরিদ উদ্দিন জনতা ব্যাংকের লোকাল অফিসের জিএম হিসেবে কর্মকর্তা ছিলেন।
এ অভিযোগে ২০১১ সালের ১২ এপ্রিল রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক এস এম আখতার হামিদ ভূইয়া বাদি হয়ে মামলাটি (মামলা নং-৬৪) দায়ের করেন।