নাটোরের বড়াইগ্রামে বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে নাশকতা সৃষ্টির আশঙ্কায় আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-বড়াইগ্রাম পৌরসভার চকবড়াইগ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তায়েদুল হক বুলু (২৮), নটাবাড়িয়া গ্রামের বিএনপি কর্মী শাহজাহান কবিরাজ (৫৬), রুহুল আমিন (৫২) ও সমেজ আলী (৪৮), জোনাইল গ্রামের জামায়াত কর্মী মাওলানা আব্দুল কুদ্দুস (৬০) ও গোপালপুর গ্রামের শিবিরকর্মী জাফর আলী (২২)।
বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এএসআই বাবুল জানান, যাচাই-বাছাই শেষে তাদেরকে কোর্টের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।