অবশেষে মিস ওয়ার্ল্ড ২০১৮’র সেরার মুকুট উঠলো মেক্সিকান সুন্দরী ভেনেসা পনসে দে লিওনের মাথায়। শনিবার (০৮ ডিসেম্বর) রাতে চীনের সানইয়াহ শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজন।
এবার ১১৮ দেশের প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকরা লিওনকে বিজয়ী ঘোষণা করেন। ২০১৭ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় খেতাব জেতা ভারতের মানুষি চিল্লার নতুন সুন্দরীর মাথায় বিজয়ীর মুকুট তুলে দেন।
১৯৯২ সালের ৭ মার্চ মেক্সিকোতে জন্মগ্রহণ করে ভেনেসা পন্সে দে লিওন। ৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ এই সুন্দরীর চোখ কালো আর চুল বাদামি রঙ্গের। ছোটবেলা থেকেই তিনি শোবিজের সঙ্গে জড়িত। নিজের দেশে নানা রকম সুন্দরী ও মডেল প্রতিযোগতায় নির্বাচিত হয়েছেন তিনি।
উল্লেখ্য, ফাইনাল অনুষ্ঠিত হয় সেরা ত্রিশজন বিজয়ীকে নিয়ে। এই তালিকায় ছিলেন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি সেরা ১২ বাছাইয়ে বাদ পড়েন।