বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৩ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল-নিষ্পত্তির শেষ দিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত চৌধুরী খালেদা জিয়ার আপিল আবেদন নামঞ্জুর করেন।
তবে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার খালেদা জিয়ার আপিল আবেদনের পক্ষে নিজের মত প্রদান দেন।
উল্লেখ্য, খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তিন আসনের রিটার্নিং কর্মকর্তারা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে তার পক্ষ থেকে নির্বাচন কমিশনে আপিল করা হয়।