বিএনপি কার্যালয় খুলে দিলো মিলনের অনুসারীরা

Slider সারাদেশ


ঢাকা:১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের অনুসারীরা। এই ১২ ঘণ্টার মধ্যে চাঁদপুর-১ আসনের মনোনয়ন পরিবর্তন করে মিলনকে প্রার্থী করার দাবিতে শনিবার (৮ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটায় গেটের তালা খুলে দেওয়া হয়।

এর আগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকেরা। বিএনপির এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন না দেয়ায় আজ বেলা পৌনে একটার দিকে ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা এই ঘটনা ঘটায়। এ সময় তারা বিক্ষোভ করে মিলনের মনোনয়ন দাবি করেন। মিলনের ব্যানার টানিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুরের কচুয়া থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলনের কর্মী-সমর্থকেরা অভিযোগ করেন, এহসানুল হক মিলনের জায়গায় চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনকে। তিনি এলাকায় পরিচিত নন এবং দলের তৃণমূলের সঙ্গে তার কোনো যোগাযোগও নেই। তারা মোশাররফ হোসেনের পরিবর্তে এহসানুল হক মিলনকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

বিএনপি কার্যালয়ে তালা দেয়ার ঘটনার বিষয়ে দলের জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দল কাউকে না চিনলে মনোনয়ন দিতে পারে? এ বিষয়ে বিএনপির নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।
মিলনের কর্মী-সমর্থকেরা তাদের দাবির কথা জানিয়ে সংবাদ সম্মেলনও করেন।

কচুয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, যুবদলের সভাপতি ও আশরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ এলাহী এবং ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন তাদের নেতাকর্মীদের নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করছেন। তারা তাদের দাবির সপক্ষে প্রতিবাদ মিছিল লেখা একটি ব্যানার বিএনপির কার্যালয়ের ফটকে ঝুলিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *