ঢাকা: একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানী শুরু করেছে নির্বাচন কমিশন। গতকালের মতো আজ সকালেও নির্বাচন ভবনের লিফটের ১০ তলায় এজলাসে শুরু হয় শুনানী কার্যক্রম। আজ মনোনয়ন ফিরে পান ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আসনের আব্দুল খালেক। তিনি বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। এছাড়াও মনোনয়ন বৈধতা পেয়েছে ব্রাক্ষ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি’র ইঞ্জিনিয়ার মোসলেমুদ্দিনের মনোনয়নপ্রত।
মনোনয়নপ্রত্যাশীদের আপিল আবেদনের প্রেক্ষিতে আজ সকাল দ্বিতীয় দিনের মতো এই শুনানী শুরু হয়। এর আগে গত ২রা ডিসেম্বর সারাদেশের রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই করে ৭৮৬ মনোয়নয়নপ্রত্যাশীর মনোনয়নপত্র বাতিল করে। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত তিনদিন নির্বাচন কমিশনের আপিল আবেদন করেন ৫৪৩ প্রার্থী।
আজ থেকে এই আবেদনের ওপর শুনানী। প্রথম দিন মনোনয়ন ফিরে পেয়েছেন ৮০ জন ও বাতিল করা হয় ৭৬ জনের। এই শুনানী চলবে আগামী ৮ই ডিসেম্বর পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা সেখানে উপস্থিত থেকে আপিল শুনানি গ্রহণ করছেন।