ক্ষমতাধর নারীর তালিকায় ২৬তম শেখ হাসিনা

Slider টপ নিউজ


ঢাকা:যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বসের ক্ষমতাধর নারীদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৬তম স্থানে রাখা হয়েছে। গত বছরের তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৩০তম। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোর্বসের তালিকায় স্থান দেয়ার ক্ষেত্রে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে।

২০১৮ সালের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার পরের অবস্থানে রয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লগার্ড, চতুর্থ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরসের চেয়ারপারসন ও সিইও মেরি বারা, পঞ্চম স্থানে রয়েছেন ফিডেলিটি ইনভেস্টমেন্টসের সিইও আবিগেইল জনসন। মেলিন্ডা গেটস রয়েছেন ষষ্ঠ স্থানে।

ক্ষমতাধরদের এই তালিকায় হলিউডের অভিনেত্রী টেইলর সুইফট রয়েছেন ৬৮তম স্থানে, বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া আছেন ৯৪তম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *