গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে রাজপুকুর পাড়ে নিজের ৬তলা বাসার ৩য় তলায় নৃশংসভাবে খুন হয়েছেন বাংলাদেশ নকলনবীশ সমিতির সাবেক সভাপতি শহিদুল আলম(৩৬)।
এই ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, যুবলীগ নেতা মোহাম্মদ উল্লাহ মিলন, হাসিবুর রহমান, কালা মুক্তার, বাসার পাহাড়াদার নজরুল ইসলাম ও নজরুলের স্ত্রী।
মঙ্গলবার ভোররাতে ওই ঘটনা ঘটে।
নিহতের পিতার নাম ফজলুল হক মোল্লা। স্থায়ী বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া গ্রামে। বর্তমানে তিনি স্ত্রী সন্তান নিয়ে গাজীপুর জেলা শহরের রাজদীঘীর পাড়ে বসবাস করছেন। গাজীপুর সদর উপজেলার সাবরেজিষ্ট্রি অফিসে তিনি নকলনবীশ হিসেবে কর্মরত ছিলেন।
লাশের পাশে থাকা নিহতের বন্ধু মোঃ সোবাহান জানান, ভোররাতে কে কা কারা তয় তলায় প্রবেশ করে শহিদুল আলমকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। দুর্বৃত্তরা নিহতের বাম চোখ উপড়ে নিয়ে গেছে এবং মাথা ফাটিয়ে দিয়েছে। লাশের দেহের বিভিন্ন অংশে অসংখ্যা ধারালো ছোঁড়ার আঘাত রয়েছে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে আনে।
গাজীপুর সদর সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লিখক মোঃ মোজাম্মেল হক জানান, ১৯৯৬ সালে কাপাসিয়া থেকে শহিদুল গাজীপুরে এসে সদর সাবরেজিষ্ট্রি অফিসে নকল নবীশ হিসেবে কাজ শুরু করেন। তিনি নকল নবীশ সমিতির গাজীপুর জেলার সাবেক সভাপতি।
স্থানীয়রা জানান, অল্প সময়ে শহীদুল আলম অনেক টাকার মালিক হয়েছেন। নিজে ৬তলা বাড়ি করেছেন। তিনি নকলনবীশের পাশাপাশি জায়গা-জমির ব্যবস করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রী রহিমা আক্তার বুবলি জানায়, তার স্বামী ড্রইংরুমে বসে প্রায়ই দরজা বন্ধ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। আর তিনি তার রুমের দরজা বন্ধ করে ঘুমাতেন। সোমবার রাত সাড়ে ১০টার বুবলি ছেলে মেয়ে নিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে পাহারাদারের স্ত্রীর ফোনে স্বামীর ঘরের দরজা বন্ধ বলে জানতে পারেন। অতঃপর সাদে ৮টার দিকে লাশ উদ্ধার হয়।
বুবলি আরো জানায়, তাদের ছয় তলার বাড়িতে দুই জন দারোগা ভাড়া থাকেন। সোমবার ভোররাতে হারিছ উদ্দিন নামে একজন দারোগা বাসায় আসেন। কিন্তু তখনো খুনের সংবাদ হয়নি। স্বামী ড্রইংরুমে প্রায়ই অন্য থানায় কর্মরত একজন দারোগা নিয়মিত আড্ডা দিতেন বলে তার নাম স্বীকার করেন। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করছেন না পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, ৫জনকে জিঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।