রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে নবান্ন উৎসবে ফসলের মাঠে কৃষকদের সাথে ধান মাড়াইয়ে অংশ গ্রহণ করেছেন গাজীপুর জেলা প্রশাসক ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।
(৫ ডিসেম্বর বুধবার) পৌর শহেরর শ্রীপুর এলাকার একটি ধান ক্ষেতের পাশে অস্থায়ী মঞ্চ করে নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদ্যাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গাজীপুর জেলা প্রশাসক সহ পরিবারে ধান কাটা, ধান মাড়াইসহ বিভিন্ন কাজে অংশ গ্রহণ করেন।
শ্রীপুর উপজেলা শিল্প কলা একাডেমির শিক্ষার্থীরা বাঙালির ঐতিহ্য তুলে ধরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়ে উপস্থিত সকলের মনকারে। এরপর শুরু হয় আলোচনা সভা, পিঠা উৎসব, ধান কাটা ও ধান মাড়ানোর উৎসব।
গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ অন্য সরকারি কর্মকর্তাদের নিয়ে নিজে হাতে ধান কাটেন ও ধান মাড়ায়ে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না,
সহকারি কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জহুরা , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.মহিদুল ইসলাম, সহকারি কর্মকর্তা তাহমিনা সুলতানাসহ সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।