ভিকারুননিসার অভিযুক্ত তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও বাতিল, শাখা বন্ধ

Slider টপ নিউজ

ঢাকা: আন্দোলনের মুখে ভিকারুননিসা নুন স্কুলের অধ্যক্ষ সহ অভিযুক্ত তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করে এমপিও বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই স্কুলের সকল শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রি অধিকারীকে আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত এবং তাদের এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

অভিযুক্ত তিন শিক্ষক হলেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখপ্রধান জিনাত আরা এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনা।

এছাড়া এ ঘটনায় এই তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *