আজ থেকে বিএনপির একক প্রার্থীদের চিঠি দেয়া হতে পারে

Slider জাতীয়

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘কৌশলগত কারণে’ প্রাথমিকভাবে প্রায় প্রতিটি আসনেই একাধিক সম্ভাব্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি।

মামলায় সাজাসহ বিভিন্ন কারণে কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিলের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেয় দলটি।

এরই মধ্যে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়াসহ সারাদেশে দলটির ১৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মামলায় সাজা, ঋণখেলাপি, মনোনয়নপত্রে প্রয়োজনীয় তথ্য না দেওয়াসহ আরও কিছু অসংগতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দলের পক্ষ থেকে তাদেরকে আপিল করতে বলা হয়েছে। আপিলেও মনোনয়নপত্র বাতিল হলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

তবে এর মধ্যেই দলের একক প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। আজ বুধবার থেকে ১৫০/১৬০ জন একক প্রার্থীকে চিঠি দেওয়া হতে পারে। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি দেওয়া হবে।

দলটির একটি সূত্র থেকে জানা গেছে, বিএনপির নীতিনির্ধারকরা প্রার্থী যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত নিয়েছেন। লন্ডনে চিকিৎসাধীন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *