আয়কর অ্যাপিলেট ট্রাইবুনাল স্বস্তি দিল শাহরুখকে। কারণ তিনি তাঁর স্ত্রীকে ফ্ল্যাট ও অলংকার কেনার জন্য বিনা সুদে ঋণ দিয়েছিলেন তার জন্য কর কর্তৃপক্ষ তার ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়েছিল তা খারিজ করে দিয়েছেন অ্যাপিলেট ট্রাইবুনাল। বলিউডের বাদশা তাঁর স্ত্রী গৌরি খানকে ফ্ল্যাট কেনার জন্য এক কোটি ৬৫ লাখ টাকা এবং গয়না কেনার জন্য ৬৩ লাখ টাকা ধার দিয়েছিলেন।
এ জন্য আয়কর কমিশনার ওই দুই কোটি ২৮ লাখ টাকা ২০০৫-০৬ অ্যাসেসমেন্ট বর্ষের জন্য তাঁর সম্পত্তির সঙ্গে যোগ করার নির্দেশ দেন। কারণ তাঁদের যুক্তি ছিল আয়করদাতা তাঁর স্ত্রীকে ঋণ দিয়ে ঘুরপথে সম্পত্তি হস্তান্তর করছেন। কিন্তু আয়কর অ্যাপিলেট ট্রাইবুনাল জানিয়েছেন যেহেতু এ রকমভাবে স্ত্রীকে ঋণ দেওয়ার অর্থকে সম্পত্তি কর অনুসারে সম্পদ হিসেবে গণ্য করা যায় না তেমনই এ ক্ষেত্রেও এই ঋণের টাকাকে আয়করের আওতায় আনা যাবে না।