মাত্রই নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল-হক নেতৃত্বের দায়িত্বটা বুঝিয়ে দিয়েছেন। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজে নেতা শহীদ আফ্রিদি। এবং অধিনায়কত্বটা পেয়ে নিজের চরিত্রে ফিরে এলেন শহীদ আফ্রিদি। প্রথম ওয়ানডেতে জিতেছিলেন খুব ঠাণ্ডা মাথার ব্যাটিং দিয়ে। এক ম্যাচ পরই ২৬ বলে ৫৫ রানের টর্নেডো ইনিংস খেললেন। এরপর বল হাতে তিন কিউই ব্যাটসম্যানকে করলেন শিকার। তাতে ১৪৭ রানের বিশাল জয় তুলে নিলো পাকিস্তান। পাকিস্তান করেছিল ৩৬৪ রান। জবাবে, নিউজিল্যান্ড ২১৭ রানে অল আউট। ৩৮.২ ওভারেই শেষ। ৫ ম্যাচের সিরিজে ২-১ এ লিড নিল পাকিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আরেক নায়ক ওপেনার আহমেদ শেহজাদ। ১২০ বলে করেছেন ১১৩ রান। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে ডুবিয়েছেন হতাশায়। হারিস, সরফরাজ ও আফ্রিদির ঝড়ে শেষ ১০ ওভারে ১২৫ রান তুলেছে পাকিস্তান। ২৮ বলে ৪৯ রান তোলা হারিস বল হাতেও নেন ৩ উইকেট। এরপর নিউজিল্যান্ড বড় টার্গেট তাড়া করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। তাতে শেষ পর্যন্ত বড় হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শেহজাদ।