আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দাখিলকৃত প্রার্থীদের মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রবিবার বাছাইয়ের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও দিনাজপুর জেলা প্রশাসক এ ফলাফল ঘোষণা করেন।
এতে ৫৯ জন প্রার্থীর মধ্যে ৪৮জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এর আগে দিনাজপুরের ৬টি আসনে ৫৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রিটার্নিং অফিসার ও দিনাজপুর জেলা প্রশাসক জানান, মনোনয়নপত্র বাছাইয়ের পর ১১জনকে বাতিল করা হয়। তারা হলেন, দিনাজপুর-১ আসনের মোঃ হানিফ (জামায়াত), রঞ্জিত মুরমু (স্বতন্ত্র), পারভেজ হোসেন (স্বতন্ত্র), মামুনুর রশীদ চৌধুরী (বিএনপি)। দিনাজপুর-২ আসনে মানবেন্দ্র রায় (স্বতন্ত্র-আওয়ামী লীগ নেতা), মোকাররম হোসেন (স্বতন্ত্র)।
দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম(বিএনপি), রাইসুল ইসলাম (স্বতন্ত্র)। দিনাজপুর-৪ আসনে ইউসুফ আলী (স্বতন্ত্র)। দিনাজপুর-৬ আসনে আতাউর রহমান (স্বতন্ত্র-আওয়ামী লীগ নেতা), শাহীনুর ইসলাম (বিএনপি)।
তিনি জানান, এদের মধ্যে ঋণখেলাপীর কারণে শাহীনুর ইসলাম (বিএনপি) ও রাইসুল ইসলাম (স্বতন্ত্র), স্থানীয় সরকারের লাভজনক প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় মনোনয়ন দাখিলের কারণে কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী (বিএনপি) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম(বিএনপি), রিটার্ন দাখিল না করায় বীরগঞ্জ পৌর মেয়র মো. হানিফ (জামায়াত), জমা দেয়া ভোটার তালিকার অসংগতি থাকায় আতাউর রহমান(স্বতন্ত্র-আ’লীগ নেতা), রঞ্জিত মুরমু (স্বতন্ত্র), পারভেজ হোসেন (স্বতন্ত্র), মোকাররম হোসেন (স্বতন্ত্র), ইউসুফ আলী (স্বতন্ত্র) এবং দলীয় মনোয়ন না থাকায় মানবেন্দ্র রায় (স্বতন্ত্র-আ’লীগ নেতা)।