রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বাইপাস এলাকায় বালুবাহী একটি ট্রাক চাপায় সামিউল ইসলাম নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা আবদুস সামাদ (৩৫)।
শনিবার বিকাল ৪টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বাইপাস লিলি সিনেমা হলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আনিসুর জানান, বিকালে ছেলেকে বাইসাইকেলের পেছনে নিয়ে মাছ শিকারে যাচ্ছিলেন সায়েরগাছা এলাকার বাসিন্দা আবদুস সামাদ। পথে লিলি হলের সামনে বালুবাহী দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সামিউলকে মৃত ঘোষণা করেন। পরে সামিউলের বাবাকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঘাতক ট্রাকের চালক-হেলপারকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।