সোশ্যাল মিডিয়ায় আজকাল সবাই সক্রিয়। সেখানে ধনী-গরিব পার্থক্য নেই।
নেই চোর-পুলিশে ভেদাভেদও। এ কথা যেন আরও একবার প্রমাণ হলো। ল্যাপটপ চুরি করে চোর ল্যাপটপের মালিককেই ক্ষমা চেয়ে মেইল করে বসল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্টিভ ভ্যালেন্টাইন নামের এক টুইটার ব্যবহারকারীর টুইট। স্টিভ একটি ই-মেইলের ছবি তুলে দিয়েছেন। মেইলটি আসলে এক চোরের ক্ষমাভিক্ষা। স্টিভ জানাচ্ছেন, এক চোর তার ফ্ল্যাটমেটের ল্যাপটপ চুরি করে ক্ষমা চেয়ে মেল করেছেন। শুধু তাই নয়, ল্যাপটপের মালিককে তিনি সাহায্য করতে প্রয়োজনীয় ‘অ্যাসাইনমেন্ট’ও জুটিয়ে দিতে পারেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সেই মেইলে চোর লিখছেন, ‘‘ল্যাপটপটি নিতে হচ্ছে বলে আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।
আমার টাকার দরকার। আমি সত্যিই দরিদ্র। আপনার কথা ভেবে আমি আপনার মানিব্যাগ ও মোবাইলে হাত দিচ্ছি না। আমি দেখছি আপনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনার দরকার হলে আমি আপনাকে কিছু বিশ্ববিদ্যালয়ের প্রোজেক্ট জুটিয়ে দিতে পারি। ’’
টুইটটিতে লাইক পড়েছে ১ লক্ষ আশি হাজার। টুইটটি রিটুইট হয়েছে ৫৯০০০ বার।