ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবার সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি থেকে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীরা। নির্বাচন কমিশন থেকে পাওয়া তালিকায় দেখা যায় এবার বিএনপির জন্য জমা পড়েছে ৬৯৬টি মনোনয়নপত্র। অন্যদিকে সরকারি দল আওয়ামী লীগের জন্য জমা পড়েছে ২৮১ টি।
বিএনপির প্রার্থীরা ২৯৫ আসনে জমা দিয়েছে ৬৯৬টি মনোনয়নপত্র। সরকারি দল আওয়ামী লীগের প্রার্থীরা ২৬৪ আসনে জমা দিয়েছে ২৮১টি মনোনয়নপত্র।
গতকাল বুধবার ২৮ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে ২ হাজার ৫৬৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির ও আওয়ামী লীগের পরে রয়েছে জাতীয় পার্টি। তাদের পড়েছে ২৩৩টি মনোনয়নপত্র। অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমাদানের সংখ্যা ১ হাজার ৩৫৭ টি। স্বতন্ত্র প্রার্থী প্রার্থী হিসেবে জমা দিয়েছেন ৪৯৮ জন।
এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে ৩ হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।