মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার ও ভিডিপি সমাবেশ অনষ্ঠিত হয়েছে। পরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নতুন ভবন উদ্বোধণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা ঃ ইসমত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ ফিরোজ খান (বি.এ.এম)। উপজেলার বিভিন্ন পর্যায়ের আড়াই শতাধিক পুরুষ ও নারী আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের উপস্থিতিতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কমান্ড্যান্ট এ কে এম জিয়াউল আলম, আনসার ভিডিপি ব্যাংকের আরএমও আব্দুর রহিম, প্রাক্তন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আমীর হামজা মৃধা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবীর, কাপাসিয়া আনসার ভিডিপি ব্যাংকের ম্যানেজার মোকলেছুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান প্রমূখ। সমাবেশ শেষে সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আনসার ও ভিডিপি সদস্য ইসমাইল হোসেন ফকির ও শাহিদা আক্তারকে বাইসাইকেল এবং অন্যান্য ক্ষেত্রে অবদান রাখার জন্য আরো ২০জন সদস্যকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। পরে প্রধান অতিথি ফিরোজ খান কাপাসিয়া থানা সংলগ্ন নির্মিত আনসার ও ভিডিপি কার্যালয়ের নতুন ভবন উদ্বোধণ করেন এবং কার্যালয় চত্বরে বকুল ফুলের একটি চারা রোপন করেন।