কাশিমপুর কারাগারে বন্দি বিএনপি কর্মীর মৃত্যু

Slider রাজনীতি

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি আব্দুল্লাহ আল তামিমের (২৮) মৃত্যু হয়েছে। বুধবার (২৮ নভেম্বর)বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার মৃত্যু হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১’র ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তামিম জামালপুরের ইসলামপুর উপজেলার ইসলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহতের চাচা আব্দুস সামাদ জানান, আব্দুল্লাহ আল তামিম ঢাকার তেজগাঁওয়ে তার চাচাতো ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। সে তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সদস্য ছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১’র ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, তামিম ঢাকার উত্তরখান থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামি। গত ১৮ অক্টোবর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। বুধবার বিকাল ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, বিকালে ৪টা ১৫ মিনিটে তামিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *