শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে ইকবাল হোসেন অপু (আ.লীগ), সরদার নাসির উদ্দিন কালু (কালু), তোফায়েল আহম্মেদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোদাছের হোসেন বাবুল (বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি), মো. আব্দুস ছামাদ (বাংলাদেশ খেলাফত আন্দোলন), কা.হা.মা.মো. মাহহী হাসান (ইসলামী ঐক্যজোট), মো. সিরাজ চৌকিদার (জাসদ-ইনু), মো. আলমগীর হোসেন (জাকের পার্টি), নুরুল ইসলাম (জাসদ-রব)।
শরীয়তপুর-২ ( নড়িয়া-ভেদরঞ্জের সখিপুর থানা) আসনে একে এম এনামুল হক শামীম (আ.লীগ), সফিকুর রহমান কিরন (বিএনপি), হাফেজ মাওলানা শওকত আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. ফিরোজ মিয়া (জাসদ-ইনু), মাহমুদুল হাসান (বাংলাদেশ খেলাফত আন্দোলন), সফি উদ্দিন মানিক হাওলাদার (স্বতন্ত্র), মো. বাদল কাজী (জাকের পার্টি)।
শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জের আংশিক) আসনে নাহিম রাজ্জাক (আ.লীগ), মিয়া নুরুদ্দিন অপু (বিএনপি), হানিফ মিয়া ( ইসলামী আন্দোলন বাংলাদেশ), সুশান্ত ভাওয়াল (বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি),আব্দুল হান্নান (জাতীয় পার্টি)।