গাজীপুরে ৫টি আসনে ৫১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Slider গ্রাম বাংলা

গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের বিপরীতে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত গাজীপুর জেলা রিটার্নিং অফিসার ও ৫টি উপজেলার নির্বাহী অফিসারগণ সহকারী রিটার্নিং অফিসার হিসেবে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেন। একটি অসমর্থিত সুত্রে এই স্যংখা জানা গেছে।

এর মধ্যে ১ আসনে ১৫জন, ২ আসনে ৯জন, ৩ আসনে ১১জন, ৪ আসনে ৯জন ও ৫ আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আওয়ামীলীগের গাজীপুর-১ আসনে আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজ, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি মনোনয়ন দাখিল করেন।
বিএনপির গাজীপুর-১ আসনে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর-২ আসনে সালাউদ্দিন সরকার ও মঞ্জুরুল হক রনি, গাজীপুর-৩ আসনে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ আসনে এ কে এম ফজলুল হক মিলন মনোনয়নপত্র দাখিল করেন।

এ ছাড়া গাজীপুর-৩ আসনে ঐক্যফ্রন্টের শরীক দল কৃষক শ্রমিক জনতালীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী সহ অন্যান্য দলেরও প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *