কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার এসএম মাহফুজুর রহমানের হাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র তুলে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক আয়নাল হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা কমল সেন, জাহাঙ্গীর হোসেন খান, নারায়ন চন্দ্র দাম, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, রীনা মন্ডল, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, উত্তম বাড়ৈসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে দলীয় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করেন।