ঢাকা:জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে অপার রহস্য। নির্বাচন ঘনিয়ে এলেই তাকে নিয়ে নানা রহস্য দানা বাধে। এবারও তার ব্যতিক্রম নয়। ২০১৪ সালের নির্বাচনের আগের পরিস্থিতি সবার জানা। দুই সপ্তাহ আগে হঠাৎ খবর এলো এরশাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরেননি। তিন দিন পর আত্মপ্রকাশ করলেন।
বলা হলো, তিনি গুলশানের কোনো একটি বাড়িতে বিশ্রামে ছিলেন। আসলে কি তাই? নানা প্রশ্ন যখন বাতাসে উড়ে বেড়াচ্ছিল তখন আবারো এরশাদকে নিয়ে খবর চাউর হয়েছে।
বলা হচ্ছে, তাকে বারিধারাস্থ প্রেসিডেন্ট পাার্কে পাওয়া যাচ্ছে না। হাসপাাতালেও নেই। তা কি করে হয়?
জাপার কোনো নেতাই মুখ খুলছেন না। নাম প্রকাশ না করা শর্তে একজন জাপা নেতা বললেন, অজ্ঞাত কারণে তিনি হয়তো চুপ কিংবা বা ঠিকানাবিহীন হয়ে আছেন। আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীনদের সঙে তার দূরত্ব বেড়েছে। অবশ্য অন্য একটি সূত্র বলছে, এরশাদ গুরুতর অসুস্থ। তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে। তাই যদি হবে তাহলে কেন এত লুকোচুরি?