ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে যে ছয়টি আসনে পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আসনগুলো হলো- ঢাকা-১৩, ঢাকা-৬, চট্টগ্রাম- ৯, রংপুর -৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২।
আজ সোমবার নির্বাচন কমিশন লটারির মাধ্যমে এ আসনগুলো বেছে নেয়।
প্রাথমিকভাবে ইভিএম ব্যবহারের যোগ্য বিবেচিত ৪৮টি আসনের মধ্যে দ্বৈবচয়নের ভিত্তিতে এ ছয়টি আসন চূড়ান্ত করার পর সোমবার তা ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই দ্বৈবচয়ন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান উপস্থিত ছিলেন।