ঢাকা:ভোটারদের ভোট কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ প্রেস ক্লাবে দলের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ড. কামাল হোসেন বলেন, জনগণের ভোটে যারা বাধা দিবে তারা স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত হবে।
আর ভোট কেন্দ্র পাহারা দেয়া মানে গৃহযুদ্ধ বাধিয়ে দেয়া নয়। জনগণের ভোটাধিকার পাহারা দিতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামাল হোসেন জানান, যথাসময়ে নির্বাচন হবার বিষয়ে তিনি আশাবাদী। আসন বণ্টন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রুটি ভাগাভাগি করতে গেলে কিছু টানাটানিতো হবেই।
তবে আমরা যে এতো দ্রুত ঐক্য গড়ে তুলতো পারবো তা ভাবিনি। মাত্র দেড় ঘন্টার মধ্যে আমরা ঐক্যমতে পৌঁছেছিলাম।।