ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৩০শে ডিসেম্বর পর্যন্ত সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ২০ দলীয় ঐক্যজোট। জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কাউকে গ্রেপ্তার না করারও দাবি জানানো হয়। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের দৃশ্যমান ক্ষেত্র এখনো তৈরি হয়নি। নেতকর্মীদের গ্রেপ্তার-হয়রানি অব্যাহত আছে। যারা নির্বাচনে এজেন্ট হবে তাদের ভয় দেখানো হচ্ছে। ১৩ দফা দাবি নির্বাচন কমিশন একমত হয়ে গ্রহণ করেছেন বলেও জানান কর্ণেল অলি আহমেদ। বৈঠকে কমিশনার রফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।