হ্যাশ ট্যাগ ব্যবহার করে সম্প্রতি ‘মি টু’ আন্দোলন চলছে বিশ্বের বিভিন্ন দেশে। হলিউড বলিউড থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক ক্ষেত্রেও এই হ্যাশ ট্যাগ ব্যবহার করে ভুক্তভোগীরা যৌন হেনস্তার কথা তুলে ধরছেন।
বলিউডে এই হইচই আরো বেশি করে দেখা দিয়েছে।
জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে সোচ্চার হন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর থেকে একযোগে সব ভুক্তভোগী অভিনেত্রীই এই আন্দোলনে সামিল হয়েছেন। জানিয়েছেন বলিউডে পা রাখার পর তাদের যৌন হেনস্তার মতো তিক্ত অভিজ্ঞতার কথা। তাদের শাস্তিও দাবি করেছেন অনেকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কারিনা কাপুর
অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন, ‘যৌন হেনস্তা নিয়ে যারা মুখ খুলেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এতদিন ধরে যে বিষয়টি অনেকেই বলতে পারেননি তারাও সাহস করছেন বলার। অভিযুক্ত সবাইকে শাস্তি দিতে হবে। ছোট বা বড় সব তারকাকে আইনের আওতায় আনতে হবে।
তারকা মেপে শাস্তি দেওয়া যাবে না। ইন্ডাস্ট্রিতে একজন পুরুষের মতো নারীর অবদানও কম নয়। ‘