উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই আসামির নাম মোঃ নাজমুল হোসেন (৩৮)।
সে নড়াইল জেলার সদর উপজেলাধীন কাগজীপাড়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, শুক্রবার (২৩ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই জামারত সঙ্গীয় ফোর্স এএসআই মোস্তফা, কনস্টেবল জাহাঙ্গীর, রাজুকে সাথে নিয়ে কাগজীপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকা থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাজমুলকে গ্রেফতার করে। এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে বলেন,বলেন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে মোঃ নাজমুল হোসেন নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নড়াইলসহ দেশের একাধিক থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে জেল-হাজতে প্রেরণের ব্যবস্থা চলছে বলেও তিনি জানান।